Breaking News

Contract & Trot

★★★ ১। ক) চুক্তির সংজ্ঞা দাও?  একটি বৈধ চুক্তি   গঠনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান গুলো আলোচনা কর। চুক্তির শ্রেণীবিভাগ আলোচনা কর। কি কি কারনে একটি চুক্তি বাতিল যোগ্য হতে পারে?

 খ) নিম্নোক্ত উক্তিগুলো ব্যাখ্যা করঃ 

১. সকল চুক্তি সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয়। 
২. চুক্তি আইন সমগ্র অঙ্গীকারের আইন নয় এবং সমগ্র বাধ্যবাধকতারও আইন নয়।
 ৩. আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতি হয়েছে এমন চুক্তির কতিপয় উদাহরণ সহ আলোচনা কর।

গ)  সম্মতি সংজ্ঞা দাও? চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য দেখাও। একটি বাতিলযোগ্য চুক্তি ও বাতিল সম্মতির আইনগত ফলাফল কি। 

★★★ ১। ক) প্রতিদান এর সংজ্ঞা দাও? একটি চুক্তিতে প্রতিদানের গুরুত্ব ব্যাখ্যা কর। প্রতিদান সংক্রান্ত বিধান সমূহ আলোচনা কর। যে সকল ক্ষেত্রে প্রতিদান ছাড়াই চুক্তি বৈধ হয় তা আলোচনা কর। 

খ) বলা হয় যে, প্রতিদান প্রতিশ্রুতি দাতার ইচ্ছা অনুযায়ী হতে হবে কিন্তু প্রতিশ্রুতি গ্রহীতা বা তার পক্ষ হতে অন্য কারো নিকট থেকে তা প্রদত্ত হতে পারে- উদাহরণসহ ব্যাখ্যা কর। অতীতে প্রতিদান কেন প্রতিদান নয়- উদাহরণসহ ব্যাখ্যা কর। ব্রিটিশ ও বাংলাদেশ আইন এর মধ্যে পার্থক্য সমূহ আলোচনা কর।

গ) একটি চুক্তি সম্পাদনের চুক্তির প্রতিদান টি বাস্তব হতে হবে কিন্তু যথেষ্ট নাও হতে পারে- আলোচনা কর।

 ★★★ ৩। ক) প্রস্তাব বলতে কি বুঝায়? প্রস্তাব ও প্রস্তাব গ্রহণ এবং প্রস্তাব বাতিল সম্পর্কিত চুক্তি আইন -১৮৭২ এর সাধারণ নীতি সমূহ আলোচনা কর। প্রস্তাবের বৈধতার জন্য প্রয়োজনীয় নিয়ম গুলি কি কি? কখন ও কিভাবে একটি প্রস্তাব প্রত্যাহার করা যেতে পারে।

খ)  প্রস্তাব শর্তাধীন হতে পারে কিন্তু স্বীকৃতি সর্বদায় শর্তহীন হওয়া আবশ্যক- আলোচনা কর। প্রস্তাবের নিমিত্তে আমন্ত্রণ প্রস্তাব নয়- উদাহরণসহ উক্তিটি ব্যাখ্যা কর। 

গ) ক তার 5 লক্ষ টাকার গাড়ি টি মাত্র 50 হাজার টাকায় খ এর নিকট বিক্রয় করতে সম্মত হয়। এ ব্যাপারে ক স্বাধীনভাবে সম্মতি প্রদান করে। পরবর্তীতে ক  বিনিময় মূল্যও স্বল্পতার অজুহাতে চুক্তিটি পরিহার করতে চায়। খ কে পরামর্শ দাও।

ঘ) ক তার বাড়িটি 5 লক্ষ টাকায়  বিক্রি করার জন্য খ এর কাছে প্রস্তাব করে, খ প্রস্তাবটি গ্রহণ করে এবং নিবন্ধন এর পূর্বে মেরামত করে দিতে বলে। ক কোনো উত্তর দেয় না, খ কে পরামর্শ দাও। 

★★ ৪। ক) অনুচিত প্রভাব বলতে কি বোঝ?  অনুচিত প্রভাব এর ক্ষেত্রে কার উপর প্রমাণের দায় বর্তায়। অনুচিত প্রভাব এর ফলাফল আলোচনা কর।

খ)  অনুচিত প্রভাব ও বল প্রয়োগের মধ্যে পার্থক্য দেখাও।  শুধুমাত্র নীরবতা প্রতারণা নয়- ব্যতিক্রম সহ উক্তিটি ব্যাখ্যা কর। 

গ) তুমি কি একমত যে, সাধারনত ভুলের জন্য একটি চুক্তি বাতিল হয় এবং মিথ্যা বর্ণনার জন্য একটি চুক্তি বাতিল যোগ্য হয় -আলোচনা কর। 

★★★ ৫। ক) জিম্মা চুক্তি সংজ্ঞা দাও? জিম্মা চুক্তির বৈশিষ্ট্য কি কি? জিম্মাদার ও জিম্মাদাতার অধিকার ও কর্তব্য সমূহ আলোচনা কর। বস্তু জিম্মা রাখতে কি ধরনের সাবধানতা জিম্মাদারের নিকট হতে আশা করা যায়। 

খ) প্রতিনিধি কে? কিভাবে প্রতিনিধিত্বের সৃষ্টি হয়? প্রতিনিধি ও ভৃত্তের মধ্যে পার্থক্য নির্ণয় কর।

★★★৬। টীকা লিখঃ
 নিম চুক্তি, পাল্টা প্রস্তাব, বাজি চুক্তি, ঘটনা নির্ভর চুক্তি, কোয়ান্টাম মেরিট, উত্তরকালিন অসম্ভবতা, গ্যারান্টি চুক্তি, উদ্দেশ্যের বৈধতা, চুক্তির পরিসমাপ্তি, প্রায় চুক্তি, বাতিল ও বাতিলযোগ্য চুক্তি, প্রতারণা ও মিথ্যা বর্ণনা।


 ★★★ ১। ক) টর্ট এর সংজ্ঞা দাও? টর্ট এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর। টর্ট এর দায়-দায়িত্ব সৃষ্টির জন্য প্রয়োজনীয় উপাদান গুলি কি কি। টর্ট আইনের প্রকৃতি নির্ণয় কর। টর্ট অর্থ অন্যায় কিন্তু সব অন্যায় টর্চ নয়- ব্যাখ্যা কর। টর্ট ও চুক্তিভঙ্গের মধ্যে পার্থক্য দেখাও। 

খ) টর্ট আইন ডেমনাম আইন ইঞ্জুরিয়া এবং ইনজুরিয়া আইন ডেমনো  এর তাৎপর্য ব্যাখ্যা কর। 

গ) কোন নীতির উপর ভিত্তি করে টর্ট আইনের বিকাশ ঘটে? পার্থক্য নির্দেশ করঃ টর্ট ও ফৌজদারি অপরাধ। তুমি এমন একটি কর্মের উদাহরণ দিতে পারো, যার মধ্যে টর্ট, অপরাধ ও চুক্তিভঙ্গের উপাদান বিদ্যমান।

ঘ)  আইন দ্বারা নির্ধারিত কর্তব্যসমূহ লংঘন করলে টর্ট এর দায়-দায়িত্ব সৃষ্টি হয়। এই কর্তব্য ব্যক্তি সাধারণের প্রতি এবং কর্তব্য লংঘন অনির্ধারিত ক্ষতি পূরণের মাধ্যমে প্রতিকার যোগ্য- আলোচনা কর।

★★★ ৮। ক) অবহেলার সংজ্ঞা দাও? অবহেলার জন্য প্রয়োজনীয় উপাদান কি কি? ক্ষতিপূরণের মামলায় বাদীর আংশিক অসাবধানতা বিবাদীর প্রতিরক্ষার্থে কতটুকু সহায়ক হবে?

খ)  আংশিক অবহেলা ও ভলেন্টি-নন-ফিট ইঞ্জুরিয়া এবং অবহেলা ও উৎপাতের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

গ) রেস ইপসা লকুইটার মতবাদটি বিশ্লেষণ কর।

ঘ) অতি দূরবর্তী ক্ষতি বলতে কি বুঝ? অতি দূরবর্তী ক্ষতির বিধিসমূহ মামলা উল্লেখপূর্বক আলোচনা কর। 

৯। ক) রাইল্যান্ডস বনাম ফিচার ১৮৬৫ মামলায় বর্ণিত বিধিটি আলোচনা কর? এই বিধিটির পরিধি কতটুকু। এই নীতির কি কোন ব্যতিক্রম আছে? রাইল্যান্ডস বনাম ফেচার এর সাথে সায়েন্টার নীতি কোন সম্পর্ক আছে কি। 

খ) পদার্থ দায় কি? পদার্থ দায় এর ক্ষেত্রে ভৃত্যের দায় কিভাবে নির্ণয় করা যায়। একজন ভৃত্য ও একজন স্বাধীন ঠিকাদারের মধ্যে তুমি কি কোন পার্থক্য খুঁজে পাও।

১০।  টীকা লেখঃ
 সর্বসাধারণের বিরুদ্ধে উৎপাত, মানহানি ও ইন্নোয়েন্ডো, আক্রমণ ও আঘাত,ট্রেসপাস এ্যাব ইনিসও,কনট্রিবিউটারী নেগলিজেন্স, আইনগত ক্ষতি,ইউবি জাস ইবি রিমেডিয়াম, অবৈধ কয়েদকরন, বিদ্বেষ প্রসূত মামলা।











No comments