Equity, Trust, Specific Relief
NU_logo_bdbiplob |
Subject List :
Jurisprudence / Law of contract & Trot / Muslim Law / Equity, Trust, Specific Relief / Hindu Law/ Constitution Law of Bangladesh, Uk And USA /
Labor Law Of Bangladesh / Law Of Taxation
ইকুইটি আইন (Equity)
২টি প্রশ্ন থেকে ১টি প্রশ্নের উত্তর দিতে হবে।
*** ১) ক ) ন্যায় পরায়ণতা ইকুইটি বলতে কী বোঝো? এর প্রকৃতি কি? ইকুইটি আদালতের এখতিয়ার সমূহ সংক্ষেপে আলোচনা কর।
খ) ইংল্যান্ডের সাধারণ আইন বা কমন ল এর সাথে ইকুইটির পার্থক্য কি? ইকুইটি কি একটি স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা সংক্ষেপে আলোচনা কর। ইকুইটি আইন কে বিনষ্ট করতে আসেনি বরং এটি আইন কে স্বয়ংসম্পূর্ণতা দানের জন্য এসেছে।
গ) ইংল্যান্ডের সাধারণ আইনের আদালত থাকা সত্ত্বেও কেন ইক্যুইটি আদালত সৃষ্টির প্রয়োজন দেখা দিয়েছিল।
*** ২) ক) ন্যায়পরায়ণতার নীতি সমূহ বলতে কী বোঝ? ন্যায়পরায়ণতার অধিকাংশ মূলনীতি বাংলাদেশের বিভিন্ন বিধিবদ্ধ আইনে সন্নিবেশ হয়েছে, তুমি কি এই উক্তির সাথে একমত? কারণ দেখাও।
খ) নিম্নের যেকোনো দুইটি নীতি উদাহরণসহ ব্যাখ্যা কর -
১. যে ন্যায়পরায়ণতা চায় তাকে অবশ্যই ন্যায়পরায়ন হতে হবে।
২. বিলম্ব ন্যায়পরায়নতা কে ব্যর্থ করে দেয়।
৩. ন্যায়পরায়ণতা বাহ্যিক আকৃতি অপেক্ষা মূল উদ্দেশ্যকেই বেশি প্রাধান্য দেয়।
৪. ন্যায়পরায়নতা ব্যক্তি কেন্দ্রিক কাজ করে ।
৫. যা করা উচিত ছিল, তা কারা হয়েছে বলে ন্যায়পরায়ণতা ধরেনেয়।
৬. কমন ল ছাড়া ইকুইটি বাতাসে বিরাজমান একটি দুর্গ বিশেষ।
৭. ন্যায়পরায়নতা প্রার্থীথীকে অবশ্যই পরিষ্কার হয়ে আসতে হবে।
৮. ন্যায়পরায়নতা প্রতিকার বিহীন কোন আচরণকে সহ্য করে না।
ট্রাস্ট আইন (ট্রাস্ট)
২টি প্রশ্ন থেকে ১টি প্রশ্নের উত্তর দিতে হবে
*** ৩) ট্রাস্ট এর সংজ্ঞা দাও? একটি বৈধ ট্রাস্ট এর উপাদান সমূহ বর্ণনাা কর। ট্রাস্ট সৃষ্টির ক্ষেত্রে তিনটি আবশ্যকীয় সুনির্দিষ্টতা ব্যাখ্যা কর। ট্রাস্ট আইনের উদ্দেশ্য বিশ্লেষণ কর। কিভাবে ট্রাস্ট সৃষ্টি, প্রত্যাহার ও বিলুপ্ত বা পরিসমাপ্তি হইতে পারে আলোচনা কর।
খ) ট্রাস্ট ভঙ্গ বলতে কী বোঝো? কিভাবেে ট্রাস্টি কর্তৃক ট্রাস্ট আইন 1882 এর আওতায় একটি ট্রাস্ট ভঙ্গ হতে পারে।
গ) স্বত্ত ভোগী/ লাভ ভোগী কারা? বাংলাদেশের ট্রাস্ট এ্যাক্টে তাদের যে অধিকার ও দায় দায়িত্ব দেয়া হয়েছে তা আলোচনা কর। ট্রাস্ট ভঙ্গের জন্য তাদের কি কি প্রতিকার আছে? ট্রাস্টি কি স্বত্তভোগী হতে পারে।
৪) ক) ট্রাস্টির সংজ্ঞা দাও? একজন ট্রাস্টির কর্তব্য ও দায়-দায়িত্ব এবং অধিকার ও ক্ষমতা আলোচনা করো।
খ) একজন ট্রাস্টি কি তার সহ ট্রাস্টির ত্রুটির জন্য দায়ী হয়? ব্যাখ্যা কর।
গ) নিম্নলিখিত বিষয়গুলি ব্যাখ্যা কর ঃঃ
১. ট্রাস্টির অভাবে ট্রাস্ট কখনো ব্যর্থ হয় না।
২. এক জন ট্রাস্টি ট্রাস্ট হতে কোন মুনাফা পেতে পারেন না।
৩. ট্রাস্টির পদ অন্যের নিকট অর্পণ করা যায় না।
৪. প্রকাশিত ট্রাস্ট ও অনুমিত ট্রাস্ট এর মধ্যে পার্থক্য দেখাও।
৫. সাইপ্রেস নীতি, দাতব্য ট্রাস্ট এবং গঠনমূলক ট্রাস্ট বর্ণনা কর।
সুনির্দিষ্ট প্রতিকার আইন (Specific Relief)
২টি প্রশ্ন থেকে ১টি প্রশ্নের উত্তর দিতে হবে
*** ৫. সুনির্দিষ্ট প্রতিকার বলতে কী বোঝো? এই আইনের কি কি প্রকার সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয় তাহা নিরূপণ ও বর্ণনা কর। এইগুলিকে কেন সুনির্দিষ্ট প্রতিকার বলা হয়।
খ) সুনির্দিষ্টভাবে চুক্তি পালন করতে বলতে কি বুঝ? কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় এবং কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। উদাহরণসহ আলোচনা কর। সুনিদৃষ্ট মোকদ্দমা খারিজ হইলে ক্ষতিপূরণের জন্য মোকদ্দমা করা যায় কি?
*** ৬) সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার বিধান মতে বেআইনিভাবে সম্পত্তি হতে বঞ্চিত ব্যক্তির প্রতিকার কি? দখলচ্যুত ব্যক্তির আদালতে দখল উদ্ধারের মোকদ্কদমা করার সময়সীমা কত? আদালত কি গৃহাদি ভেঙ্গে দখল প্রদানের আদেশ দিতে পারেন? এ ধরনের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার এর ক্ষেত্রে এস আর এ্যাক্টের ৮ ধারার বিধান আলোচনা কর।
*** ৭) ঘোষণামূলক ডিক্রি কি? এটি কোন ধরনের প্রতিকার? ডিক্রি লাভের জন্য কি শর্ত পূরণ করা আবশ্যক। কোন কোন ক্ষেত্রে আদালত ঘোষনামূলক ডিক্রি প্রদানে অস্বীকার করতে পারে? আলোচনা কর।ঘোষনার ফলাফল কি? ঘোষনামূলক মামলার পরিধি ও প্রকৃতি আলোচনা কর।
খ) রিসিভার এর সংজ্ঞা দাও। কখন রিসিভার নিয়োগ করা যায়। রিসিভারের অধিকার ও কর্তব্য সমূহ কি কি? আলোচনা কর। রিসিভার নিয়োগ এর জন্য কি আরজিতে প্রার্থনা করার প্রয়োজন আছে?
ন্যায়পরায়ণতা কী? আইন ও ইকুইটির মধ্যে পার্থক্য কী? ইকুইটি আইনকে বিনষ্ট করতে আসেনি বরং স্বয়ংসম্পুর্ণতা দান করতে এসেছে।ব্যাখ্যা কর? এই প্রশ্নের উত্তর গুলো দিতে পার পারবেন প্লিজ, খুব দরকার, আজ পরীক্ষা আছে।
ReplyDelete