Breaking News

Constitution Law of Bangladesh, UK & USA (Suggestion 17-18)



NU_Logo_bdbiplob



Subject List :

Jurisprudence  /   Law of contract & TrotMuslim Law / Equity, Trust, Specific Relief  /  Hindu LawConstitution Law of Bangladesh, Uk And USA  / 
Labor Law Of Bangladesh  /  Law Of Taxation


বাংলাদেশের সাংবিধানিক আইন (Constitution Law of Bangladesh) ঃ
( ছয় টি প্রশ্ন থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে)

*** ১) কেন বলা হয়ে থাকে যে, বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কেবল নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণই যথেষ্ট নয়? "বিচার বিভাগের স্বাধীনতা" শব্দ গুলি যেন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে তার উল্লেখ পূর্বক আলোচনা কর। এক্ষেত্রে মাসদার হোসেন বনাম বাংলাদেশ মামলার সিদ্ধান্তের মূল্যায়ন কর। আইনের শাসন বজায় রাখতে বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব কি? আমাদের দেশের বিচার বিভাগ কতটুকু স্বাধীন?

*** ২) ক) জরুরি অবস্থা বলতে কি বুঝায়? সাধারণভাবে কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে?
খ) জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত বাংলাদেশের সংবিধানের বিধান গুলো সমালোচনা সহকারে পরীক্ষা কর।
গ) বাংলাদেশ সংবিধান অনুসারে জরুরি অবস্থা চলাকালীন সময়ে নাগরিকদের মৌলিক অধিকারের অবস্থা আলোচনা কর।  জরুরি অবস্থা চলাকালীন সময়ে মৌলিক অধিকার স্থগিত রাখার বিধান গুলি তুমি সমর্থন করো কী?

***৩) মৌলিক অধিকার বলতে কি বুঝ? যে সমস্ত মৌলিক অধিকার অধিকার গুলো শুধুমাত্র বাংলাদেশের নাগরিকগণ ভোগ করতে পারে তা আলোচনা করো। কোন কোন মৌলিক অধিকারের ক্ষেত্রে আইনসভা কোনরূপ বিধি-নিষেধ আরোপ করতে পারে না। মৌলিক অধিকারগুলোর ভোগের উপর আরোপিত শর্ত গুলি কি কি? কেন সুপ্রিম কোর্টকে মৌলিক অধিকারের অভিভাবক বলা হয়? 

*** ৪) ক) বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
খ) বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা ও আসন শুন্য সংক্রান্ত বিধান আলোচনা কর।
গ) সংসদ ও সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি সমূহ বিবৃত করো তুমি কি এই সুবিধাগুলো সমর্থন কর।
ঘ) একটি সংসদীয় সরকার পদ্ধতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর। তুমি কি মনে করো যে বাংলাদেশ সংবিধানের 70 নং অনুচ্ছেদ দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধক। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
ঙ) তুমি কি এটা সমর্থন কর যে, সংসদ কেবল আইন বৈধকরণ করে, আইন প্রণয়ন করে না?

*** ৫) ক) বাংলাদেশ রাষ্ট্রপতির কার্যাবলীর গুরুত্ব আলোচনা কর। সুশাসন নিশ্চিত করতে তিনি তার ক্ষমতাকে কিভাবে ব্যবহার করতে পারেন? সংসদ ও প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাংবিধানিক সম্পর্ক কি? বাংলাদেশের রাষ্ট্রপতি কে তার পদ থেকে কখন এবং কিভাবে অভিশংসন করা যায় বা অপসারণ করা যায়?
খ) রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা সম্পর্কে আলোচনা কর? রাষ্ট্রপতি কি অধ্যাদেশ জারির মাধ্যমে অথবা অন্য কোন ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ সংবিধান সংশোধন করতে পারেন?

**৬) রিট বলতে কি বুঝ? রিট পিটিশন দাখিলের পূর্ব শর্ত গুলো কি কি? কে রিট এর জন্য আবেদন করতে পারেন? কাদের বিরুদ্ধে রিট আবেদন করা যায় না? বিভিন্ন প্রকার রিট এর ব্যাখ্যা দাও। কেন বলা হয়ে থাকে যে, বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদে বিভিন্ন ধরনের রিট উল্লেখ না থাকলেও প্রত্যেকটি রিটের আবশ্যকীয় উপাদান বিদ্যমান।

যুক্তরাজ্যের সাংবিধানিক আইন (Constitution Law of UK) ঃ
( চারটি  টি প্রশ্ন থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে)

***৭) ক) ব্রিটিশ সংবিধানের মূল বৈশিষ্ট্য গুলি কি কি? বৃটেনের অলিখিত সংবিধানের সুবিধা ও অসুবিধা গুলি মূল্যায়ন কর।
খ) শাসনতান্ত্রিক রীতি-নীতি বলতে কি বুঝ? ব্রিটিশ সংবিধানে আইন ও শাসনতান্ত্রিক রীতি-নীতির মধ্যে পার্থক্য নির্ণয় কর। বৃটেনের সাংবিধানিক কাঠামোতে শাসনতান্ত্রিক রীতি-নীতির কার্যকারিতা সম্পর্কে আলোচনা কর। রেওয়াজ /কনভেনশন/ রীতিনীতি কি? বাংলাদেশের সংবিধানের পরিচালনার মূলনীতির সাথে তুলনা করা যায়। এসব মূলনীতির প্রয়োজনীয়তা আলোচনা কর। ১৬৬৮ সালের বিল অব রাইটস এর গুরুত্বপূর্ণ বিধান সমূহ উল্লেখ কর। সংসদীয় সার্বভৌমত্ব বিরাজ করা সত্বেও কেন রেওয়াজগুলো মান্য করা হয়।

***৮) পার্লামেন্টের সার্বভৌমত্ব বলতে কি বুঝ? কিভাবে ব্রিটিশ পার্লামেন্টের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। বৃটেনের পার্লামেন্ট কি সার্বভৌম? তুমি কি মনে কর বৃটেনের পার্লামেন্টের ক্ষমতা হ্রাস পাচ্ছে? আলোচনা কর। পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইনের বৈধতা নিরূপণ করতে ব্রিটিশ আদালত কতটুকু প্রস্তুত। 

***৯) ক) আইনের অনুশাসন অভিব্যক্তিটি যে দুটি অর্থে ব্যবহৃত হয় সেগুলো কি?  আইনের অনুশাসন প্রসঙ্গে আইন শব্দটি কি অর্থ বহন করে? আইনের অনুশাসন সম্পর্কে ডাইসী, জেনিংস এবং ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিষ্টর এর মতামত আলোচনা কর।
খ) মন্ত্রীদের দায়িত্বশীলতা বলতে কি বুঝ? কিভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেবিনেট গঠন, উহার পরিচালনায় এবং উহার পতনের মূল ব্যক্তি? ব্যাখ্যা কর।

***১০) ক) ব্রিটিশ রাজতন্ত্রের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আলোচনা কর।
খ) গণতন্ত্র এবং ব্রিটিশ রাজতন্ত্র কেন সাংঘর্ষিক নয়।
গ) রাজকীয় পরমাধিকার প্রয়োগের ক্ষেত্রে যে সকল নিয়ন্ত্রণ রয়েছে তা আলোচনা কর।
ঘ) কেন বলা হয়ে থাকে যে, রাজা কোন অন্যায় করতে পারে না। 

***১১) ক) ব্রিটিশ মন্ত্রীদের সমষ্টিগত ও ব্যক্তিগত দায়িত্ব বলতে কি বুঝ?
খ) তুমি কি এই মত সমর্থন করবে যে, মন্ত্রীর ব্যক্তিগত দায়িত্ব সূচক নীতির বাস্তবে কোন শাস্তি মূলক ফলাফল নাই? কারা ক্রাউন এর মন্ত্রী?
গ) তুমি কি মনে করো বৃটেনের পার্লামেন্টের ক্ষমতা হ্রাস পাচ্ছে? আলোচনা কর।

আমেরিকার সাংবিধানিক আইন (Constitution Law of USA) ঃ
( চারটি  টি প্রশ্ন থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে)

*** ১২) ক) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর? মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কে কেন সংবিধানের অভিভাবক বলা হয়? তোমার মতামত দাও।
খ) যুক্তরাষ্ট্রের কংগ্রেসের গঠন সম্পর্কে লিখ? মার্কিন কংগ্রেসে বিল পাসের পন্থা কি? মার্কিন প্রেসিডেন্টের পকেট ভেটো কি?
*** ১৩) ক) যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রকৃতি ব্যাখ্যা কর। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা কর। সিনেটের ক্ষমতা বৃদ্ধির কারণ গুলো কি কি?  সিনেটের ক্ষমতা কোন সীমাবদ্ধতা আছে কি? ব্যাখ্যা কর। আমেরিকার প্রেসিডেন্টের সাথে সিনেটের সম্পর্ক ব্যাখ্যা কর।
খ) মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও এখতিয়ার  আলোচনা কর। আমেরিকা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কিভাবে নিয়োগ পান? যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় সুপ্রিম কোর্টের গুরুত্ব ও ভূমিকা ব্যাখ্যা কর।
*** ১৪) যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত সমূহের বর্ণনা দাও? যুক্তরাষ্ট্রের আদালতের বিচারিক পর্যালোচনা ক্ষমতার সাংবিধানিক ভিত্তি বর্ণনা কর।



No comments