Hindu Law Suggestion (2017-2018)
NU Logo_bdbiplob |
★১। একজন হিন্দু কিভাবে তাহার নিজের আইন বহন করে? যখন একটি হিন্দু পরিবার এক রাজ্য থেকে অন্য রাজ্য যায় তখন সে তার সাথে ব্যক্তিগত আইন বহন করে? ব্যাখ্যা কর। "হিন্দু আইনে সুবিদিত প্রথা শত গ্রন্থ থেকেও শক্তিশালী " উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
২। ক) হিন্দু বিবাহের ধর্মীয় ও পার্থিব উদ্দেশ্য গুলি সম্পর্কে তুমি কি জানো? বৈধ বিবাহের অত্যাবশ্যকীয় উপাদান গুলি আলোচনা করো।
খ) হিন্দু বিবাহ সম্পূর্ণরূপে একটি পবিত্র বন্ধন - তুমি কি একমত? যুক্তি দেখাও।
গ) দায় ভাগ মতপন্থীরা একজন হিন্দু বালক কোন কোন বালিকাকে বিবাহ করতে পারে না।
ঘ) ১৯৪৬ সনের Marriage Disabilities Removal Act কি কি ক্ষমতাকে দূর করিয়াছে?
ঙ) হিন্দু আইনে বিবাহ কোন চুক্তি নয়, আনুষ্ঠানিকতা মাত্র - আলোচনা কর। একটি বিশেষ বাংলাদেশি মামলার উল্লেখ পূর্বক একটি হিন্দু বিবাহের জন্য প্রয়োজনীয় অনুষ্ঠান সম্পর্কে বর্ণনা কর।
★★★৩। ক) যৌথ হিন্দু পরিবারের ম্যানেজার /কর্তার ক্ষমতা, অধিকার ও কর্তব্য সমূহ আলোচনা কর। বাংলাদেশে হিন্দু আইন মতে একজন কর্তার আইনানুগ পদমর্যাদা বর্ণনা কর।
খ) স্ত্রীধন কি? একজন মহিলার স্ত্রী ধনের উপর কতটুকু অধিকার আছে? প্রাসঙ্গিক মামলাসমূহ উল্লেখ পূর্বক স্বামীর নিকট থেকে প্রাপ্ত সম্পত্তি বিধবার হস্তান্তরের ক্ষমতা বর্ণনা কর। কী কী উদ্দেশ্যে একজন বিধবা তার সম্পত্তি চূড়ান্তভাবে হস্তান্তর করতে পারে? বিধবার সম্পত্তি ও স্ত্রীধন এর মধ্যে পার্থক্য দেখাও।
★★★৪। ক) দেবোত্বর সম্পত্তি বলতে কী বোঝো? ইহা কিভাবে প্রতিষ্ঠিত হয়? দেবোত্বর সম্পত্তির প্রয়োজনীয় শর্তাদি আলোচনা কর। ব্যক্তিগত ও সর্বজনীন উৎসর্গের মধ্যে পার্থক্য দেখাও।
খ) সেবাইত কাকে বলে? দেবোত্তর সম্পত্তির খেত্রে সেবায়েত এর ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা কর। কি অবস্থার প্রেক্ষিতে দেবোত্বর সম্পত্তির রদ, বাতিল বা হস্তান্তর করা যায়। মহন্ত নিয়োগ সংক্রান্ত বিধান আলোচনা কর। ওয়াকফ দেবোত্তর মাঝে পার্থক্য নির্ণয় কর।
গ) হিন্দু আইনে উইল এর সংজ্ঞা দাও। কে উইল করতে পারে এবং কি উইল করা যায়? দান এবং উইল এর মধ্যে পার্থক্য নির্ণয় কর।
Subject List :
Jurisprudence / Law of contract & Trot / Muslim Law / Equity, Trust, Specific Relief / Hindu Law/ Constitution Law of Bangladesh, Uk And USA /
Labor Law Of Bangladesh / Law Of Taxation
Subject List :
Jurisprudence / Law of contract & Trot / Muslim Law / Equity, Trust, Specific Relief / Hindu Law/ Constitution Law of Bangladesh, Uk And USA /
Labor Law Of Bangladesh / Law Of Taxation
No comments