Breaking News

Law Of Taxation



NU_Logo_bdbiplob



Subject List :

Jurisprudence  /   Law of contract & TrotMuslim Law / Equity, Trust, Specific Relief  /  Hindu LawConstitution Law of Bangladesh, Uk And USA  / 
Labor Law Of Bangladesh  /  Law Of Taxation

১) ক) আয় করের সংজ্ঞা দাও? বাংলাদেশ সরকারের আইনের উৎস সমূহ কি কি? আয় কর ধার্যের সমস্যাবলী চিহ্নিত কর। প্রত্যক্ষ ও পরোক্ষ করের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর। কর রাজস্ব আদায় বৃদ্ধির জন্য তোমার মতামত বর্ণনা কর। একজন করদাতার উপর কিভাবে কর ধার্য করা হয়।
খ) রাজস্ব নীতি কি? তুমি কি মনে করো যে যথার্থ রাজস্ব নীতির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া দ্রুততর করা সম্ভব? বাংলাদেশের প্রেক্ষিতে উত্তর প্রদান কর।
২) ক) উৎস কর কর্তন বলতে কী বোঝো? উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দেয়ার সময়সীমা কত? সময় মত  উৎস কর কর্তন না করলে ও কোষাগারে জমা না দিলে কি শাস্তির বিধান রয়েছে। ঠিকাদারের বিল  অনিবাসীকে প্রদত্তত অর্থ ও বাড়ি ভাড়া হতে কিভাবে উৎস কর কর্তন করা হয়। 
খ) কি পদ্ধতিতে উৎস কর কর্তন ও অগ্রিম কর প্রদান করা হয়? কোন শ্রেণীর করদাতার উপর অগ্রিম কর বাধ্যতামূলক? কিভাবে কর পরিগণনা করা হয়? অগ্রিম করের কিস্তি পরিশোধের ব্যর্থতার পরিমাণ কি? উৎসে কর কর্তন ও অগ্রিম কর প্রদানের মধ্যেে পার্থক্য কি।
গ) লোকসানের সমন্বয় এবং লোকসানের জের টানা বলতে কী বোঝো? ব্যবসা, ফটকা কারবার৷ ও মূলধনী লাভ সংক্রান্ত লোকসানের জের টানার বিধানগুলো আলোচনা কর।
৩) ক) করদাতার সনাক্তকরণ নম্বর (টি আই এন) বলতে কি বুঝ? টি আই এন থাকলে কি কি সুবিধা পাওয়া যায়? জাল টি আই এন ব্যবহারের শাস্তি কি?
 খ) খেলাপী করদাতা বলতে কি বোঝো? খেলাপী করদাতা হতে কর আদায়ের পদ্ধতি সমূহ বর্ণনা কর।
গ) আয়কর বিবরণী বা রিটার্ন বলতে কি বুঝ? আই টি আর ফর্ম কোথায় পাওয়া যায়? কোথায় এবং কখন আয়কর বিবরণী দাখিল করতে হয়। 

৪) মূল্য সংযোজন কর কি? মূল্য সংযোজন কর ধার্যের জন্য কিভাবে মূল্য নিরূপণ করা হয়? মূল্য সংযোজন কর পরিশোধের সময় ও পদ্ধতি বর্ণনা কর? বাংলাদেশ প্রবর্তিত মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য আলোচনা কর। মূল্য সংযোজন কর আইন অনুসারে হিসাবের কি কি বই সংরক্ষণ করতে হয়।


৫) ক) দানের সংজ্ঞা দাও? এর বৈশিষ্ট্য গুলো উল্লেখ কর। দান কর আইনের উদ্দেশ্য কি? দান কর কর্মকর্তাকে? দান করের হার উল্লেখ কর। দান কর আইন, 1990 অনুযায়ী যে সমস্ত দানগুলো অব্যাহতিপ্রাপ্ত সেগুলো আলোচনা কর।
খ) কৃষি আয়ের সংজ্ঞা দাও? 1984 সালে আয়কর অধ্যাদেশের 27 ধারা অনুযায়ী কৃষি হতে আয় গণনায় অনুমোদনযোগ্য অব্যাহতি গুলো লিখ। উদাহরণসহ আংশিক কৃষি ও আংশিক অকৃষি আয় এর প্রকৃতি ব্যাখ্যা কর কর। 

৬) ক) নির্ধারণী চক্র বলতে কী বোঝো? কর এড়ানো ও কর ফাঁকি বলতে কী বোঝো? আয়কর অধ্যাদেশ 1984 অনুসারে নিম্নের অপরাধের জন্য কি কি শাস্তি প্রযোজ্য ঃ ক. নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করা। খ. আয় গোপন করা হলে। গ. কর পরিশোধ খেলাপী হলে।

খ) কালো টাকা বলতে কি বুঝ? কর ফাঁকি ও কালো টাকার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা কর। বাংলাদেশ কর ফাঁকি ও কর এড়ানোর প্রতিরোধের উপায় গুলো কি? উহা কি যথেষ্ট। 

৭) ক) বেতন আয় বলতে কী বোঝো? বেতনের উপাদান গুলো কি কি? বিধি ৩৩ অনুযায়ী বেতন পূরক গননায়   বিভিন্ন নিয়ম গুলি উল্লেখ কর।
খ) আয় বর্ষ ও করবর্ষের সংজ্ঞা দাও? কর নির্ধারণে আয় বর্ষ ও করবর্ষের গুরুত্ব আলোচনা কর। 

৮) ক) অন্যান্য উৎস হতে আয় বলতে কি বুঝ? যেসব আয় অন্যান্য সূত্র হতে আয় এর অধীনে করযোগ্য হয় সে গুলি বর্ণনা কর। যন্ত্রপাতি সহ গৃহাদি ভাড়া দিয়ে যে আয় হয় তা কোন খাতে করযোগ্য হবে।
খ) গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বুঝ? কিরূপে তা নির্ধারণ করা হয়। গৃহ সম্পত্তি হইতে আয় নির্ধারণে বাদযোগ্য খরচগুলো কি কি? কৃষি জমি সংলগ্ন গোলাবাড়ির কিছু অংশ ভাড়া দিয়ে যা আয় হয় তাহা কোন ধরনের আয় আলোচনা কর।

৯) ক) উপ-কর কমিশনারের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা কর। কর কমিশনারের রিভিশনাল ক্ষমতা বর্ণনা কর। 
খ) কখন একজন করদাতা অথবা উপ-কর কমিশনার ট্রক্সেস আপিলাত ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারেন। ট্রক্সেস আপিলাত ট্রাইব্যুনালে কিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। কারা কারা ট্রক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য হতে পারে।

১০) টিকা লিখ ঃঃ
 কর ; করদাতার আবাসিক মর্যাদা ; আয়কর রেয়াত; সম্পদ কর আইন, 1963; জাতীয় রাজস্ব বোর্ড; বার্ষিক মূল্য; কোম্পানি; করদাতা; কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সি আই সি); বৃহৎ করদাতা ইউনিট (এল টি ইউ); দ্বৈত কর পরিহার; নিবাসী ও অনিবাসী; স্পট অ্যাসেসমেন্ট; সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি; আয়কর কর্তৃপক্ষ; আপীল ট্রাইব্যুনাল; ফটকা ব্যবসা; কর্পোরেট ট্যাক্স।




No comments