প্রস্তাব কি
প্রস্তাব কি ?
চুক্তি আইনের 2 (ক) ধারা মতে যখন এক ব্যক্তি অপর ব্যক্তির সম্মতি লাভের অভিপ্রায় কোন কাজ করার বা করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে তখন সে ব্যক্তি প্রস্তাব করেছে বলা যায়।
প্রস্তাব বৈধতার জন্য প্রয়োজনীয় নিয়মাবলিঃ
উপরোক্ত সংজ্ঞাটি বিশ্লেষণ করলে প্রস্তাবের যে সকল প্রয়োজনীয় নিয়মগুলি লক্ষ করা যায় তা নিম্নরূপঃ
ক) প্রস্তাবের মধ্যে একটা সুস্পষ্ট ইচ্ছার প্রকাশ থাকবে।
খ) এই ইচ্ছা কোন কাজ করা বা করা হতে বিরত থাকা সম্পর্কে হতে হবে।
গ) এই ইচ্ছা যার নিকট প্রকাশ করা হয় তার সম্মতি লাভের উদ্দেশ্যে করা হয়।
ঘ) প্রস্তাব গ্রহীতা তার সম্মতি জ্ঞাপন করলে প্রস্তাবদাতা প্রস্তাবে উল্লেখিত শর্ত পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে।
ঙ) প্রস্তাব দাতা ও প্রস্তাব গ্রহীতার মধ্যে একটা চুক্তিগত সম্পর্ক সৃষ্টি করার অভিপ্রায় থাকে।
নিম্নোক্ত উপায় প্রস্তাব প্রত্যাহার করা যায়
নোটিশ দ্বারা ঃ প্রস্তাব গ্রহণের পূর্বে প্রস্তাবক নোটিশ দ্বারা প্রত্যাহারের সংবাদ জানিয়ে প্রস্তাব প্রত্যাহার করতে পারে প্রস্তাবের নেয় প্রত্যাহারের নোটিশ ও যথারীতি প্রস্তাব করতে হবে
নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলে ঃ প্রস্তাব গ্রহণের জন্য প্রস্তাবে কোনো সময়সীমা নির্ধারণ করা হলে উক্ত সময়ের মধ্যে তা গ্রহণ করতে হবে অন্যথায় সময়সীমা অতিক্রান্ত হলে প্রস্তাব প্রত্যাহার হয়েছে বলে গণ্য করা হবে।
নির্ধারিত সময়ে অবর্তমানে যুক্তিসঙ্গত সময় অতিবাহিত হলে ঃ প্রস্তাব গ্রহণের জন্য কোন সময়সীমার উল্লেখ করা না হলে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তা গ্রহণ করতে হবে যুক্তিসঙ্গত সময় অতিবাহিত হল এই প্রস্তাবের পরিসমাপ্তি ঘটবে প্রতিটি ক্ষেত্রে তার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে যুক্তিসঙ্গত সময় কি তা স্থির করতে হবে এবং ইহা এক তথ্য গত বিষয় বিধায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তা নির্ণয় করতে হবে।
প্রস্তাবে উল্লেখিত শর্ত পূরণ না করা হলে ঃ প্রস্তাব গ্রহণের পূর্বে কোন পূর্ব শর্ত দেয়া থাকলে প্রস্তাব গ্রহীতাকে তা পূরণ করতে হবে এতে ব্যর্থ হলে প্রস্তাব এর বিলুপ্তি ঘটবে।
প্রস্তাবদাতার মৃত্যু বা মানসিক বিকৃতি ঘটলেঃ প্রস্তাবদাতার মৃত্যু বা মস্তিষ্ক বিকৃতি ঘটলে এবং উক্ত সংবাদ প্রস্তাব গ্রহণের পূর্বেই প্রস্তাব গ্রহীতার গোচরিভুত হলে স্বাভাবিকভাবেই প্রস্তাবটি বিলুপ্ত হবে।
প্রস্তাব প্রত্যাখ্যাত হলে ঃ প্রস্তাব গ্রহীতা একবার প্রস্তাব প্রত্যাখ্যান করলে কিংবা পাল্টা প্রস্তাব করলে তা বিলুপ্ত হয়ে যাবে এবং কোন ক্রমেই তা আর পুনরুজ্জীবিত করা যাবে না।
No comments